প্রকাশিত: ২৭/০২/২০২৫ ৭:০৮ অপরাহ্ণ
উখিয়ায় ৩ প্রতিষ্টানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
নিজস্ব প্রতিবেদক::
বিএসটিআইয়ের অনুমোদনহীন চানাচুর, বিস্কুট ও কেক পণ্যের উৎপাদন, ওজন কম দেওয়া সহ ভেজাল পণ্য তৈরি ও বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রমজানকে সামনে রেখে বুধবার (২৬ ফেব্রুয়ারী) বিকালে উখিয়া সদর, কুতুপালংয়ে এই ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যারীন তাসনিম তাসিন।
এসময় সাথে ছিলেন বিএসটিআই কক্সবাজার জেলার কর্মকর্তা শিমু বিশ্বাস, সহকারী পরিচালক (সিএম) রঞ্জিত কুমার মল্লিক।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উখিয়া সদর মেসার্স জনি ফুড প্রোডাক্টসে নামের প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের মোড়কজাত নিবন্ধন সনদ না থাকায় চানাচুর পণ্য উৎপাদন এবং বাজারজাত করণের অপরাধে ১০ হাজার টাকা ও মেসার্স সৌদিয়া ট্রেডার্সকে অনুমোদনহীন লিটার মেজার্স ব্যবহার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে কুতুপালং বাজারের মেসার্স ফাইভ স্টার আনন্দ ফুড’ নামের প্রতিষ্ঠানে অনুমোদনহীন বিস্কুট ও কেক পণ্যের উৎপাদন এবং বাজারজাত করণের অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যারীন তাসনিম তাসিন জানান, বুধবার দুপুরে উখিয়া সদর ও কুতুপালং বাজারের অনুমোদনহীন পণ্য তৈরি ও বিক্রির দায়ে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রমজান সামনে রেখে অবৈধ ও ভেজাল পণ্য তৈরির ও বিক্রিকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

ঘটনাপ্রবাহঃ আদালত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...