ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬/০২/২০২৫ ১০:১৩ অপরাহ্ণ , আপডেট: ২৬/০২/২০২৫ ১০:১৬ অপরাহ্ণ
সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া::
উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ৬শ শিক্ষার্থীর অংশগ্রহণে ডুলাহাজারা সাফারি পার্কে এবারের শিক্ষা সফর অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের বিনোদনের পাশাপাশি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানাতে এই আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে দিনব্যাপী অনুষ্ঠিত সফরে উৎফুল্ল ও উচ্ছ্বাসে অংশ নেয় শিক্ষার্থীরা।

সফর শেষে শান্তিপূর্ণভাবে সবাই নিজ গন্তব্যেও ফিরেছেন। এমনটি জানিয়েছেন উখিয়া কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহ আলম।

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

এবার উখিয়া কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে গুরুত্বপূর্ণ ও সবুজে ঘেরা নয়নাভিরাম স্থান পরিদর্শন করা হয়েছে। এতে জীব বৈচিত্র্য সম্পর্কে দেখার এবং জানার সুযোগ পেয়েছে শিক্ষার্থীরা।

সফরকালে ঘন জঙ্গলে নানান প্রজাতির উদ্ভিদের সমাহার, সারি সারি মাদার ট্রি, বিভিন্ন প্রজাতির পশু, পাখি দেখে আনন্দে মেতে উঠে ছাত্র-ছাত্রীরা।

মূলত: বিনোদনের পাশাপাশি পরিবেশের গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের জানাতে সাফারি পার্ক পরিদর্শন করানো হয় এমনটি জানিয়েছেন শিক্ষা সফর বাস্তবায়ন কমিটির সদস্য ও প্রদর্শক প্লাবন বড়ুয়া।

কয়েকজন শিক্ষার্থী জানিয়েছেন, পরিবেশ ও জীব-বৈচিত্র্য সম্পর্কে অনেক অভিজ্ঞতা হয়েছে আজ।এভাবে পড়ালেখার ফাঁকে প্রতিবছর এ ধরণের স্থানগুলো পরিদর্শন করা দরকার। এতে বাস্তব শিক্ষা অর্জিত হবে।

 

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

শিক্ষা সফর বাস্তবায়ন কমিটির আহবায়ক ও উখিয়া কলেজ শিক্ষক পরিষদের সেক্রেটারি অধ্যাপক সৈয়দ আকবর জানিয়েছেন, এ ধরণের সফরের মাধ্যমে শিক্ষার্থীদের জানা পরিধি সমৃদ্ধ হবে এবং মুক্ত চিন্তার সুযোগ পাবে।

দিনব্যাপী শিক্ষা সফরে অংশগ্রহণ করে সমাদৃত করেছেন উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক সরওয়ার জাহান চৌধুরী ও তার সহধর্মীনি, গভর্ণি বডির অভিভাবক প্রতিনিধি মাস্টার রশীদ আহমদ, হাজী শামসুল আলম, অধ্যাপক তহিদুল আলমসহ কলেজের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারি শিক্ষার্থীবৃন্দ।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

পলাশ বড়ুয়া:: কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ভাষা দিবসের কর্মসূচিতে রোহিঙ্গা ...