পলাশ বড়ুয়া::
কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ভাষা দিবসের কর্মসূচিতে রোহিঙ্গা যুবক ইমাম ও লার্নিং সেন্টারের শিক্ষক ও রোহিঙ্গা ছাত্র-ছাত্রী, বিভিন্ন ক্যাম্পের মাঝি হাজারো রোহিঙ্গা অংশ নেয়।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্প-০৯ ব্লক-সি-৬ এ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বিশেষ কর্মসূচি পালিত হয়।
রোহিঙ্গা ন্যাশনাল এডুকেশন বোর্ড (আরএনইবি) এর উদ্যোগে দিবসটিতে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন মাদ্রাসা ও মক্তবের মৌলভীগণ রোহিঙ্গা ভাষার গুরুত্ব ও ভাষাভাষী লোকজনের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করা হয়।
কর্মসূচি বাস্তবায়নে রোহিঙ্গা নেতা মাস্টার দীল মোহাম্মদ এবং আইয়ুব নুরের আর্থিক সহযোগিতার কথাও সূত্রে জানা গেছে।
পাঠকের মতামত