প্রকাশিত: ১৯/০২/২০২৫ ৫:১৬ অপরাহ্ণ
নাফনদীতে যৌথ অভিযানে ২ লক্ষ ইয়াবাসহ ৭ মাদক পাচারকারী আটক, ট্রলার জব্দ

আব্দুস সালাম, টেকনাফ (কক্সবাজার)::
কক্সবাজারের টেকনাফের নাফনদীর মোহনায় কোস্টগার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে ২ লাখ পিস ইয়াবাসহ ৭মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।এসময় মাদক পাচারে ব্যবহৃত ট্রলারটি জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন,ইয়াসিন (৫৬), মোস্তফা (৩৩), ইলিয়াস (২১), দীন মোহাম্মদ (৩৪), মোঃ সাবের (৩০), জাকারিয়া (২৪) ও আব্দুর রহমান (৪৫)। তারা সকলেই উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

বুধবার(১৯ফেব্রুয়ারি) দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃসিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৯ফেব্রুয়ারি) ভোররাতে বিসিজি আউটপোস্ট শাহপরী ও র‍্যাব, সিপিসি-১কর্তৃক শাহপরী দ্বীপের দক্ষিণ পূর্বে নাফনদী ও বঙ্গোপসাগরের মোহনায় যৌথ একটি বিশেষ অভিযান চালায়।

অভিযান পরিচালনাকালে একটি সন্দেহজনক ইঞ্জিন চালিত কাঠের বোটকে আভিযানিক দল থামার সংকেত দিলে তা অমান্য করে বোটটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কোস্টগার্ড বোটটিকে ধাওয়া করে নাফ নদীর মোহনা হতে আটক করতে সক্ষম হয়।পরে বোটটি তল্লাশি চালিয়ে একটি বস্তার মধ্যে মোড়ানো অবস্থায় ২লাখ পিস ইয়াবাসহ সাত মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।এসময় মাদক পাচারে ব্যবহৃত ট্রলারটি জব্দ করা হয়।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক মাদক পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন।

পাঠকের মতামত

ঘটনাপ্রবাহঃ আটক

উখিয়ায় ধর্ষন মামলায়, আটক-১

২৫/০৮/২০২২
৯:৩৪ পূর্বাহ্ণ

চন্দ্রঘোনায় চোলাই মদ সহ আটক-১

০৭/০২/২০২২
১২:২০ অপরাহ্ণ
রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

পলাশ বড়ুয়া:: কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ভাষা দিবসের কর্মসূচিতে রোহিঙ্গা ...