প্রকাশিত: ১৪/০২/২০২৫ ৮:১৮ অপরাহ্ণ
চকরিয়ায় “ডেভিল হান্টে” কাউন্সিলরসহ ৮ আওয়ামীলীগ নেতা-কর্মী গ্রেপ্তার

মুকুল কান্তি দাশ, চকরিয়া:
অপারেশন “ডেভিল হান্টে” সাবেক কাউন্সিলরসহ আটজন আওয়ামীলীগ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মিজবাহ উদ্দিন (২৩), মো.স্য়োাইবুর রহমান (৩৪), জুবাইদুর রহমান মিন্টু (৩৪), চকরিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর বেলাল উদ্দিন(৩৫), মো.রমজান আলী(২৮), নাঈমুল ইসলাম সাগর(৩০), তামিমুল ইসলাম (২৫), ও আনোয়ার হোছাইন (৫৩)।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনজুর কাদের ভুঁইয়া বলেন, সারাদেশ ব্যাপী অপারেশন “ডেভিল হান্ট” অভিযান চলছে। তারই ধারাবাহিকতায় চকরিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পৌরসভার কাউন্সিলরসহ আটজন আওয়ামীলীগের নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে। তাদের আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

পাঠকের মতামত

ঘটনাপ্রবাহঃ চকরিয়ায় “ডেভিল হান্টে” কাউন্সিলরসহ আট আওয়ামীলীগ নেতা-কর্মী গ্রেপ্তার

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

পলাশ বড়ুয়া:: কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ভাষা দিবসের কর্মসূচিতে রোহিঙ্গা ...