প্রকাশিত: ২৩/০৮/২০২২ ৬:০৫ অপরাহ্ণ
প্রত্যাবাসন নিশ্চিত করতে রোহিঙ্গা শিবির পরিদর্শনে জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত

 

নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত নোয়েলিন হেজার।

মঙ্গলবার বেলা ১১ টার দিকে উখিয়ার ৪নং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান তিনি।

সূত্রে জানা গেছে, রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসন নিশ্চিত করতে ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত নোয়েলিন হেজার।

সেখানে পৌঁছে প্রথমে তিনি বিশ্ব খাদ্য সংস্থা পরিচালিত ই-ভাউচার সেন্টার পরিদর্শন করেন। এ সময় জাতিসংঘের অন্যান্য সংস্থার কার্যক্রম পর্যবেক্ষণের পাশাপাশি রোহিঙ্গা যুবক, নারী, শিক্ষক ও অভিভাবকদের সাথে মতবিনিময় করবেন জাতিসংঘের এই প্রতিনিধি।

হেজারের এই সফর নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে সাংবাদিকদের সাথে কথা বলেন ইউএনএইচসিআর-এর মুখপাত্র পোর্টিলা রেজিনা।

ইউএনএইচসিআর মুখপাত্র পোর্টিলা রেজিনা জানান, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে কাজ করছে জাতিসংঘ। যা নোয়েলিন হেজারের সফরে গুরুত্ব পাচ্ছে।

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসুদ্দোজাসহ বলেছেন, পরিদর্শন শেষে বিকেল ৫ টার দিকে ক্যাম্প ত্যাগ করেন নোয়েলিন হেজার।

এর আগে সোমবার চারদিনের সফরে ঢাকায় পৌঁছান তিনি। মহাসচিবের দূত হিসেবে নিয়োগের পর প্রথমবারের মতো মিয়ানমার সফরের পরপরই তিনি বাংলাদেশে আসেন।

উল্লেখ্য, ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয় ১০ লাখের অধিক রোহিঙ্গা। এরপর তারা উখিয়া-টেকনাফের ৩৪ ক্যাম্পে অবস্থান করছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

পলাশ বড়ুয়া:: কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ভাষা দিবসের কর্মসূচিতে রোহিঙ্গা ...