বৌদ্ধ তারুণ্য সংগঠন- সম্যক এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
উৎফল বড়ুয়া:: একঝাঁক স্বপ্নবাজ তরুণের তারুণ্যে ভরপুর বৌদ্ধ তারুণ্য সংগঠন সম্যক ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। ...
উখিয়া প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে একটি দেশীয় তৈরী দা, একটি লোহার বড় ছোরা এবং চারটি দেশীয় তৈরী চাপাতিসহ পাঁচ রোহিঙ্গা দুষ্কৃতকারীকে গ্রেপ্তার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
রোববার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, ওই ক্যাম্পের সি-৪ ব্লকের মোহাম্মদ ইসমাইলের ছেলে সুলতান আমিন (২০), সোনা আলীর ছেলে মুরশিদ আলম প্রকাশ শফিক (২৮), ই-১ ব্লকের ইমাম হোসেনের ছেলে জুবায়ের (২০), ১ নম্বর ক্যাম্পের (ওয়েস্ট) ই-৯ ব্লকের মত্তুল হোসেনের ছেলে নুর তাহের (২৬) ও মো. ইলিয়াসের ছেলে রফিক আলম (১৮)।
এপিবিএন জানিয়েছে, আটক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করতে তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
পাঠকের মতামত