প্রকাশিত: ০২/০৮/২০২২ ১২:৪৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় নিজের গলা কেটে আত্মহত্যা করেছেন আলেয়া বেগম (৫৫) নামে মানসিক ভারসাম্যহীন এক নারী।

সোমবার (১ আগস্ট) সকাল ৮টার দিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে একই দিন সকাল ৬টার দিকে ঝিনাইদহ জেলার মহেশপুরে উপজেলার পদ্মপুকুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আলেয়া বেগম জীবননগর পৌর এলাকার বাকা আশতলাপাড়ার সামসুল হকের স্ত্রী।

নিহতের পরিবারের সদস্যরা জানান, আজ সোমবার সকালে বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষে বটি দিয়ে নিজের গলা কাটেন আলেয়া বেগম। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ সময় সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৮টার দিকে মারা যান তিনি। আলেয়া বেগম দীর্ঘ দিন থেকে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তার চিকিৎসা চলছিলো। দীর্ঘমেয়াদী চিকিৎসার পরেও সুস্থ হননি তিনি।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক বলেন, মূলত মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশকে জানানো হয়েছে। কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

পলাশ বড়ুয়া:: কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ভাষা দিবসের কর্মসূচিতে রোহিঙ্গা ...