প্রকাশিত: ২৭/০৭/২০২২ ৭:১৮ অপরাহ্ণ , আপডেট: ২৭/০৭/২০২২ ৭:২৯ অপরাহ্ণ
জীবনে আর নজরুল ও রবীন্দ্র সংগীত গাইবেন না হিরো আলম: ডিএমপিতে মুচলেকা

বার্তা পরিবেশকঃ

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে মুচলেকা দিয়ে হিরো আলম জানিয়েছেন, জীবনে আর কখনো বিকৃত করে নজরুল ও রবীন্দ্র সংগীত গাইবেন না।

বুধবার (২৭ জুলাই) দুপুরে ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ হারুন-অর-রশীদ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই তথ্য জানান।

তিনি বলেন, ‘হিরো আলমের বিরুদ্ধে ডিবির সাইবার আ্যন্ড স্পেশাল ক্রাইম বিভাগে অনেকগুলো অভিযোগ জমা হয়েছিল। সেগুলোর বিষয়ে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করেছি। তাকে ডাকা হয়েছিল। সে মুচলেকা দিয়েছে, জীবনেও আর নজরুল ও রবীন্দ্র সংগীত বিকৃত করে গাইবে না এবং এ ধরনের ভিডিও বানাবে না।’

হারুন-অর-রশীদ আরো বলেন, ‘আমাদের বাঙ্গালি সংস্কৃতির অহংকার নজরুল ও রবীন্দ্র সংগীত। আমরা গান শুনি, নজরুল, রবীন্দ্র শুনি, এইসব গানের সে সব কিছু পরিবর্তন করেছে। এসব কেন করে জানতে চাইলে সে জানিয়েছে, সে জীবনেও আর এমন গান করবে না, সে মুচলেকা দিয়েছ।

তিনি আরো বলেন, ‘পরবর্তীতে তাকে আরো জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সে বিভিন্ন সময় পুলিশের বিভিন্ন ডিআইজি-এসপির পোশাক পরে কনস্টেবলের অভিনয় করছে। আবার কনস্টেবলের ড্রেস পরে বিভিন্ন পদ মর্যাদার চরিত্রে অভিনয় করেছে। এসব পোশাক পরতে পূর্বানুমতি নেয়া প্রয়োজন, কিন্তু সে নেয় না। এমনকি সে শিল্পী সমিতির সদস্যও না।

এসব ব্যাপারে তার কাছে জানতে চাইলে পোশাকের বিষয়েও সে মুচলেকা দিয়েছে। সে মুচলেকায় বলেছে, এ ধরনের কোনো কাজ বা ভিডিও আর করবে না।’

এর আগে বুধবার সকালে ডিবি’র কার্যালয়ে ডাকা হয় হিরো আলমকে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

পলাশ বড়ুয়া:: কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ভাষা দিবসের কর্মসূচিতে রোহিঙ্গা ...