প্রকাশিত: ২০/০৭/২০২২ ৯:৫৫ অপরাহ্ণ
পরিশোধের সময় বাড়লো আমদানিতে বিলম্ব মূল্যের

নিজস্ব প্রতিবেদকঃ

ব্যাক টু ব্যাক আমদানি, কৃষি উপকরণ ও রাসায়নিক সার আমদানিসহ শিল্পের কাঁচামাল সাপ্লাইয়ার্স-বাইয়ার্স ক্রেডিটের আওতায় বিলম্ব মূল্য পরিশোধ ব্যবস্থায় আমদানি দায় পরিশোধের সময় বা‌ড়ি‌য়ে‌ছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার (২০ জুলাই) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

এতে বলা হয়েছে, ব্যাক টু ব্যাক আমদানি, কৃষি উপকরণ ও রাসায়নিক সার আমদানিসহ শিল্পের কাঁচামাল সাপ্লাইয়ার্স ও বাইয়ার্স ক্রেডিটের আওতায় আমদানির ক্ষেত্রে বিলম্ব মূল্য পরিশোধ সীমা ১৮০ দিন নির্ধারণ করে দেওয়া হয়।

তবে সেই সময় বাড়িয়ে ৩৬০ দিনে উন্নীত করা হয়েছে। এই সুবিধা ৩১’ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে। তবে রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) ঋণের আওতায় আমদানির ক্ষেত্রে আলোচ্য ব্যবস্থা প্রযোজ্য হবে না বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

এদিকে অপর একটি প্রজ্ঞাপনের মাধ্যমে ইডিএফ থেকে ঋণের সুদের হার ২ শতাংশ থেকে বাড়িয়ে ৩ শতাংশ করা হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, ইডিএফ ঋণের সুদের হার বাড়া‌নোর ফলে বাইয়ার্স ক্রেডিট প্রতিযোগিতামূলক হবে।

সিএসবি-টুয়েন্টিফোর;২০/৭ঃস+৯৪(ক-০০১০১)

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

পলাশ বড়ুয়া:: কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ভাষা দিবসের কর্মসূচিতে রোহিঙ্গা ...