
নিজস্ব প্রতিবেদক:
উখিয়া প্রেসক্লাবের পাশের ময়লা আবর্জনা ফেলা বন্ধ করে পথচারী এবং সাংবাদিকদের স্বাস্থ্যের ঝুঁকি কমাতে স্থায়ী ঘেরা দেয়ার জন্য ৫০ হাজার টাকা অনুদান দিলেন হলদিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান সাংবাদিক নেতা ইমরুল কায়েস চৌধুরী।
সোমবার (৩০ মে) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উখিয়া উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব এর মাধ্যমে উখিয়া প্রেসক্লাব সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ারের হাতে নগদ অর্থ তুলে দেন।
এর আগে তিনি উপজেলা নির্বাহী অফিসারের সাথে আলোচনা সাপেক্ষে প্রেসক্লাবের মতো গুরুত্বপূর্ণ স্থানে ময়লা পরিষ্কারসহ স্থায়ী সমাধানে ব্যক্তিগত তহবিল থেকে অনুদানের ঘোষনা দেন।
কথা দিয়ে কথা রাখার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন উখিয়া প্রেসক্লাব সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ারসহ সাংবাদিক সমাজ।
এ সময় উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবী, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উখিয়া থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সঞ্জুর মোর্শেদ, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা রঞ্জন বড়ুয়া রাজন, এলজিইডি’র প্রকৌশলী রোকনুজ্জামান খান প্রমুখ।
পাঠকের মতামত