
মো: ইমরান খান:
মুজিববর্ষ উপলক্ষে সারাদেশে ৩২ হাজার ৯ শত ৪ জন ভূমিহীন ও গৃহহীন অসহায় দরিদ্র পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে আজ।
মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল ১০ টায় উখিয়া উচ্চ বিদ্যালয়ের হল রুমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সারাদেশের ন্যায় উখিয়াতেও ২শত ২০জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে, উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব বলেন, দেশের ৩২ হাজার ৯ শত ৪ জন ভূমিহীন ও গৃহহীন অসহায় পরিবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ঘর ও জমি পাচ্ছেন। আসলে এর চেয়ে বড় উৎসব এবং আনন্দ আর কি হতে পারে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা এবং মমতা দিয়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে সরকারি খাস জমিতে ঘর নির্মান করে জমি হস্তান্তর করেছেন। এটা আমাদের গর্ব করা উচিৎ কাজেই আমরা সবাই সৃষ্টিকর্তার কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করি আল্লাহ যেন, ওনাকে দীর্ঘজীবী করুক।
বিশেষ অতিথি হিসেবে উখিয়া সহকারি কমিশনার (ভূমি) মোঃ তাজউদ্দীন, রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা পরিমল বড়ুয়া, রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা, জালিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম সৈয়দ আলমসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে, উপজেলার পাঁচ ইউনিয়নের মধ্যে ১নং জালিয়াপালং ইউনিয়নে ২৮টি, ২নং রত্নাপালং ইউনিয়নে ৩০টি, ৩নং হলদিয়াপালং ইউনিয়নে ২০টি, ৪নং রাজাপালং ইউনিয়নে ১০০টি ও ৫নং পালংখালী ইউনিয়নে ৪২টি ভুমিহীন পরিবার পেয়েছেন মুজিববর্ষের ঘর ও জমি।
এ ছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জমি ও গৃহ বুঝিয়ে পাওয়া ২২০টি পরিবারের মাঝে পবিত্র রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে দেওয়া হয়েছে। ইফতার সামগ্রীর ১টি করে প্যাকেট, ২টি পাতিল, ১ টি কড়াই, ১টি ফ্লোরম্যাট, ১টি মশারীসহ কিচেন ও অন্যান্য সামগ্রীর একটি করে প্যাকেট।
পাঠকের মতামত