প্রকাশিত: ২৬/০৪/২০২২ ৫:০০ অপরাহ্ণ
উখিয়ায় সাড়ে ১৬ লাখ জাল নোটসহ আটক ২
উখিয়া প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ায় ১৬ লাখ ৫০ হাজার জাল নোটসহ দুজনকে আটক করেছে ১৪-আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
জানা গেছে, সোমবার দিবাগত রাত সোয়া ১২ টার দিকে উখিয়ার লম্বাশিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১/ইস্ট এর এফ/৯ ব্লকের সোনা মিয়া চায়ের দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, উখিয়ার মরিচ্যার পশ্চিম হলদিয়া পালং এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে মোঃ রহিম (২৩) ও একই এলাকার ফিরোজ মিয়ার ছেলে সারোয়ার কামাল (১৮)।
এসময় নকল টাকা বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
এ তথ্য জানিয়েছেন রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মো: নাঈমুল হক পিপিএম।
তিনি  জানান, আটক দুজনকে উখিয়া থানায় সোপর্দ এবং তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

পলাশ বড়ুয়া:: কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ভাষা দিবসের কর্মসূচিতে রোহিঙ্গা ...