http://csb24.com/id/85142/

ঢাকা, , সোমবার, ২৫ মে ২০২০

উখিয়া অনলাইন প্রেসক্লাব সদস্যদের মাঝে সুরক্ষা সামগ্রী দিল ‘ইপসা’

প্রকাশ: ২০২০-০৫-১৭ ১৩:৪৭:৫৪ || আপডেট: ২০২০-০৫-১৭ ২৩:১৭:০২

সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজারের ‘উখিয়া অনলাইন প্রেসক্লাব’ এর ২৫ জন সংবাদকর্মীকে করোনা ভাইরাস প্রতিরোধে সুরক্ষা সামগ্রী দিয়ে সহযোগিতা করেছে এনজিও সংস্থা ইপসা।

রোববার (১৭ মে) সকালে সদস্য সচিবের কার্যালয়ে এসব সুরক্ষা সামগ্রী সাংবাদিক প্রতিনিধিদের হাতে তুলে দেন ইপসা’র দুই সিনিয়র কর্মকর্তা। সুরক্ষা সামগ্রীর মধ্যে ছিল ২৩টি হ্যান্ড ওয়াশ, ২৩টি হ্যান্ড সেনিটাইজার, ১৩৮টি গ্লাবস, ৯২টি সাবান, ১১৫ পিচ মাস্ক, ১১৫টি টুপি।

এসময় উখিয়া অনলাইন প্রেসক্লাব এর পক্ষে সুরক্ষা সামগ্রী সমূহ গ্রহণ করেন সদস্য সচিব ও আমাদের সময় প্রতিনিধি পলাশ বড়ুয়া, দেশ রূপান্তরের উখিয়া প্রতিনিধি শহীদুল ইসলাম, ডিবিডিনিউজ২৪.কম এর সম্পাদক জসিম আজাদ।

এ সময় ইপসা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে উখিয়া অনলাইন প্রেসক্লাবের সদস্য সচিব পলাশ বড়ুয়া বলেন, করোনা দুর্যোগকালীন অসহায় কর্মহীন মানুষের পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক কর্মরত সকল সংবাদকর্মীদের পাশে থাকার জন্য উখিয়া-টেকনাফে কর্মরত দেশি-বিদেশী সকল এনজিও সংস্থার প্রতি আহবান জানান।

একই দিন বিকেলে এসব সুরক্ষা সামগ্রী সমূহ সদস্যদের মাঝে বিতরণ করা হয়।